Site icon দৈনিক এই বাংলা

দুই যুগ পর সীতাকুণ্ডে আলোচিত শাহজাহান হত্যার পলাতক আসামি দুলাল গ্রেফতার

:::সীতাকুন্ড প্রতিনিধি:::

সীতাকুন্ড থানার আলোচিত ও চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী দুলাল চন্দ্র দে দীর্ঘ ২৪ বছর পলাতক থাকার পর র‌্যাবের হাতে আটক হয়েছে।
১৯৯৬ সালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র শাহাজাহানকে অমানবিক নির্যাতন করে হত্যা করে সন্ত্রাসী দুলাল গংরা। শাহজাহান যখন তাদের নির্যাতনে মৃত্যুর জন্য ছটফট করছিল তখন ঐ সন্ত্রাসীরা তার মুখে পশ্রাব করে দেয়।

র‌্যাব-৭ সুত্রে জানা যায়  চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামী দুলাল চন্দ্র দে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মহাদেবপুর এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়।  র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৬ জুলাই  মহাদেবপুরে অভিযান পরিচালনা করে আসামী দুলাল চন্দ্র দে’কে গ্রেফতার করতে সক্ষম হয়।দুলাল সীতাকুণ্ডের মহাদেবপুর এলাকার সুনীল চন্দ্র দে’র ছেলে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এইবাংলা/ তুহিন

Exit mobile version