Site icon দৈনিক এই বাংলা

সীতাকুণ্ডের গুলিয়াখালি বীচে এক পর্যটক নিখোঁজ

:::::সীতাকুণ্ড  প্রতিনিধি::::

কুমিল্লা থেকে বেড়াতে আসা তিন যুবক সীতাকুণ্ডের গুলিয়াখালী সী বীচে  গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। তিনজন যুবক পানিতে তলিয়ে গেলে, অনেক দূর থেকে দুই যুবককে ফায়ার সার্ভিস মূমুর্ষ অবস্হায় উদ্ধার করে।  তবে  মেহেদী হাসান (১৭) নামের অন্য  যুবক এখনো নিখোঁজ রয়েছে।

তাকে উদ্ধার করতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস,নগরী থেকে আসা ডুবুরী দল কাজ করে যাচ্ছে।

সূত্রে জানা যায়,আজ ৫ জুন বুধবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা থেকে তিন যুবক সীতাকুণ্ড গুলিয়াখালি বীচে আসে।  তিন বন্ধু  সাগরে নেমে উত্তাল ঢেউয়ে নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজাখুঁজি করে সুস্থ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে অপর নিখোঁজ মেহেদী হাসান (১৭)কে এখন উদ্ধার করতে পারেনি।নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস  ষ্টেশন কর্মকর্তা নূরুল আমিন দুলাল জানায়, কুমিল্লা থেকে বেড়াতে আসা যুবকরা সাতার জানলেও সাগরে সাঁতরাতে অভ্যস্হ নয়। তারা সাগরে নামলে উত্তাল ঢেউয়ে তলিয়ে যায়। দুজনকে উদ্ধার করতে পারলেও তাদের সাথের একজনের খোঁজ মেলেনি। উত্তাল সাগরে হয়তো ভেসে গেছে। আমাদের টিম ডুবুরী নিয়ে সাগরে টহল দিচ্ছেন।

এইবাংলা /সিপি

Exit mobile version