Site icon দৈনিক এই বাংলা

সীতাকুন্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

:::নিজস্ব প্রতিবেদক:::

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার পৌনে ৪টর দিকে মহাসড়কের রাইজিং সিএনজি স্টেশনের সামতে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা একটি প্রাইভেটকারসহ দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— বাড়বকুণ্ডের ৪ নম্বর ওয়ার্ড অনন্তপুরের আব্দুল হান্নানের ছেলে মো. সোহেল (১৯), মনির আহম্মদের ছেলে মো. নাহিদ (২০), ৩ নম্বর ওয়ার্ড বড়বাড়ি এলাকার একরামুল হকের ছেলে মো. আসিকুল (২০), মো. হানিফের ছেলে ইমন হোসেন (১৯)।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে থানার একটি ফোর্স যায়। পুলিশ দেখে একজন পালিয়ে গেলেও চারজনকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version