Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeমাঠে ময়দানেঅনিয়ম দুর করে শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে: জাহিদুল ইসলাম

অনিয়ম দুর করে শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে: জাহিদুল ইসলাম

নুরুল হুদা বাবু, পিরোজপুর প্রতিনিধি :

২০ অক্টোবর ‘২৫ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা কর্তৃত সরকারি সোহরাওয়ার্দী কলেজ অডিটোরিয়ামে এইচএসি ও স্নাতক ১ম বর্ষ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সভাপতি মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে সিলেবাসের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যবসায়, গবেষণার পাশাপাশি গুরুত্ব অনুধাবন করে খেলাধুলা, সুস্হ সংস্কৃতি চর্চা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এটি সামগ্রিক মেধা বিকাশে সহায়ক শক্তি। যে-কোনো প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকা এবং সিনিয়রদের সহযোগিতা নিতে হবে। আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ন রাষ্ট্রগঠনের পূর্ব শর্ত হচ্ছে দক্ষ, যোগ্য, নৈতিক গুণসম্পন্ন মানবসম্পদ। আত্মমর্যাদাবান মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের
গৌরবময় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে জাতির সামনে যোগ্যতা ও সুনামের সাথে তুলে ধরতে হবে। মহান আল্লাহর অসীম রহমতে দেশের সর্বোচ্চ বিশ্বিবদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আস্হা রেখে তাদের নেতৃত্ব শিবিরের উপর ন্যস্ত করেছে। তাদের সেই বিশ্বাস শিবির সর্বোচ্চ যোগ্যতা, সততা ও দ্বায়িত্বশীলতার সাথে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শিবিরের মহিমান্বিত দাওয়াতী কাজ প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হবে। মেধা বিকাশে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগ তৈরির কাজে আমরা সহযোগিতা করবো।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, সিট বানিজ্য, বড় ভাই কালচার, অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের অত্যাচার, শারীরিক ও মানসিক নির্যাতন, র‍্যাগিং, এবং যৌন হয়রানি বন্ধে শিবির প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষাঙ্গন থেকে সকল অনিয়ম দুর করে মেধাবী শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ছাত্রীদের জন্য বোনের মর্যাদায় সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এ-ব্যাপারে সকল শিক্ষার্থীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

ক্যারিয়ার গড়ার কোন বিকল্প নেই। সকল শিক্ষার্থীকে পিতা-মাতার প্রত্যাশা ও স্বপ্ন পুরনে কাজ করতে হবে। আমরা কাউকে শিবিরে যোগদানের দাওয়াত দিচ্ছি না। শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী এবং আদর্শ সম্পর্কে জানার অনুরোধ করছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শফিউল্লাহ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জেলা সেক্রটারী মিজানুর রহমান, সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদ, কলেজ সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম। এ-সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রাজ্জাক, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক