Site icon দৈনিক এই বাংলা

প্রতিটি বড় মলে ‘প্রতিবন্ধী কর্ণার’ রাখা উচিত

::: নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের প্রায় ২০০ প্রতিবন্ধীদের মাঝে গরু জবাই করে কোরবানির গোস্ত, সরিষার তেল, মসলা ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ শে জুন) দুপুরে চট্টগ্রামের রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সামগ্রী প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন রহমাননগর স্কুল পরিচালনা পরিষদের সভাপতি  মু তালেব আলী, সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস ‘ প্রতিবন্ধী স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোছাম্মত মরিয়ম নেছা, মধু গবেষক ও আলওয়ান এন্টারপ্রাইজের পরিচালক   মঈনুল আনোয়ার,  তাসমিয়া এন্টারপ্রাইজের ইন্জিয়ার নাসিম আহমেদ।

এসময় বক্তারা বলেন, সমাজে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সহনীয় বাজার ব্যবস্থাপনা গড়ে উঠেনি। বড় শপিং মলে পণ্যের প্যাকেটে ব্রেইল পদ্ধতির লেবেল বসানোর বিষয়টিও গুরুত্ব পায় নি। ফলে দৃষ্টি প্রতিবন্ধীরা কোন কিছু ক্রয় করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। একটি উন্নত সমাজ গড়ে তুলতে হলে দৃষ্টি প্রতিবন্ধীর জন্য সহনীয় বাজার ব্যবস্থাপনা চালু করা জরুরি।

এসময় মধু গবেষক ও আলওয়ান এন্টারপ্রাইজের পরিচালক  মঈনুল আনোয়ার বলেন,  ‘ ঈদের আনন্দ সবার জন্য। দৃষ্টি প্রতিবন্ধীদেরও এই ঈদ আনন্দে সামিল করা জরুরি।

প্রতিটি বড় বড় সপে প্রতিবন্ধীদের জন্য একটা কর্ণার রাখা উচিত সেখানে পণ্যগুলোর লেবেলে ব্রেইল পদ্ধতি রাখা যেতে পারে। প্রতিবন্ধীরা সেখানে গিয়ে নিজেরাই শপিং করার সুযোগ পাবেন।  যদি সম্ভব হয় তাদের জন্য  মূল্য কমিয়ে রাখা যেতে পারে। ‘

অনুষ্ঠানে প্রায় দুইশ দৃষ্টি প্রতিবন্ধী উপস্থিত ছিলেন। পরে তাদের মাঝে কোরবানির গোসত ও আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়।

এইবাংলা/ তুহিন

Exit mobile version