নিজস্ব প্রতিবেদক :::
সাদামাটাভাবে পবিত্র পবিত্র ঈদুল আজহা উদযাপন করার প্রস্তুতি নেয়া হয়েছে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে। অসুস্থ হয়ে গুলশানের বাড়িতে রয়েছেন বেগম খালেদা খালেদা জিয়া। একমাত্র একমাত্র ছেলে তারেক তারেক রহমানও পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান অবস্থান করছেন। একারণে ঈদের প্রস্তুতি আড়ম্বর কমানো হয়েছে।
ঈদের দিন বিএনপি নেত্রী পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাবেন বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে। আর রাতে তাঁর সঙ্গে দেখা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সাক্ষাতে তাঁরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের দিন রাতেও দলের নেতারা তার সাথে দেখা করার কথা রয়েছে। দলের সুত্রচ, গুলশানে কোরবানি দেবেন খালেদা জিয়া। কোরবানির দুটি গরু কেনা হয়েছে। প্রস্তুতির যাবতীয় দিক দেখাশুনা করছেন তার ভাই সাইদ ইস্কান্দারের ছেলে। বাড়ির কর্মচারীদের সাথে নিয়ে এবারের ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত রমজানের ঈদে প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান ও তাঁদের দুই কন্যা ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। কিন্তু এবার তাদের ছাড়াই ঈদ করবেন খালেদা জিয়া।
যুক্তরাজ্য বিএনপির শীর্ষ দুই নেতা জানান, লন্ডনে ঈদের নামাজ শেষ করে স্থানীয় সময় দুপুর দুইটায় পুত্রবধূ জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান এবং তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে ভার্চ্যুয়াললি কথা বলেন। গ্রুপ কলে যুক্ত ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমাান, জাফিয়া রহমানও। ঈদুল আজহার দিনে এবার সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ঈদের দিন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন।
চার দিন ধরে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে ১৭ জুন হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন।
এইবাংলা/ তুহিন