::::নিজস্ব প্রতিবেদক:::
আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি অপহরণের শিকার হন চট্রগ্রামের সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড এলাকায়।
আর তাকে মুক্ত করতে পুলিশকে না জানিয়ে মুক্তিপণ দিতে যান তার স্ত্রী ও দুই আত্মীয়। অপহরণকারীরা তাদেরও অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। শনিবার রাতে তাদের উদ্ধার করেছে পুলিশ। তবে অপহৃত আবুল কালামকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সেবা পেট্রোল পাম্পের কাছে মহাসড়কের পাশ থেকে দুর্বৃত্তরা অপহরণ করে তাকে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বাড়বকুণ্ডের মহাসড়কের সেবা পেট্রোল পাম্পের সামনে ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস বিকল হয়ে গেলে কালামসহ তিন ব্যক্তি চা খেতে নামেন। এ সময় অপহরণকারীরা আবুল কালামকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। এদিকে কাউকে কিছু না জানিয়ে মুক্তিপণের ৮০ হাজার টাকা নিয়ে সেবা পেট্রোল পাম্পের সামনে তার স্ত্রী জাহানারা বেগম (৪০) ছাড়াও দুই আত্মীয় শাহানা বেগম (৫০) ও মরিয়ম বেগম (৫৫) আসলে টাকা নিয়ে তাদের পেট্রোল পাম্পের দক্ষিণে পূর্ব দিকে জঙ্গলের ভিতর যেতে বলে দুর্বৃত্তরা। তাদের কথামতো টাকা বুঝিয়ে দিতে জঙ্গলের ভেতর যায় তিন নারী। পরে সেখান থেকে তাদেরও অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানান আবুল কালামের ভাবি টিপু বেগম। ৯৯৯ থেকে খবর পেয়ে অপহরণকারীদের উদ্ধারে শুক্রবার দিনব্যাপী পাহাড়ে অভিযান চালায় সীতাকুণ্ড থানার পুলিশ। প্রথম দফা অভিযানের বিষয় টের পেয়ে অপহরণকারীরা তাদেরকে আরও গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে দ্বিতীয় দফার অভিযানে অপহৃত তিন নারীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে এ সময় আবুল কালামকে নিয়ে পাহাড়ের আরও গহীনে চলে যায় অপহরণকারীরা।
সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়, অপহৃত কালামকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের আটকের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবও অভিযান চালাচ্ছে।