Site icon দৈনিক এই বাংলা

চসিক কান্ডে ১২ ঠিকাদার কালো তালিকায়

নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড.  গোলাম ইয়াজদানীর ওপর হামলা ও তার কার্যালয় ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে চসিক।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে পাবলিক প্রকিউরমেন্ট আইনের ধারা ৬৪(৫), পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ১২৭(১) ক ও ১২৭(২) ঘ অনুচ্ছেদ অনুযায়ী  কালো তালিকাভুক্ত করা হয়।

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— মুহাম্মদ সাহাব উদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহমুদা বিল্ডার্স ও মেসার্স এস জে ট্রেডার্স, মেসার্স বাংলাদেশ ট্রেডার্সের সঞ্জয় ভৌমিককে, মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের মোহাম্মদ ফেরদৌস, মেসার্স জয় ট্রেডার্সের সুভাষ মজুমদার, মেসার্স খান কর্পোরেশনের মো. হাবিব উল্লা খান, মেসার্স নাজিম এন্ড ব্রাদার্সের মো. নাজিম উদ্দীন, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের মো. নাজমুল হোসেন, মেসার্স ইফতেখার এন্ড ব্রাদার্সের মো. ইউসুফ, মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজের আশীষ কুমার দে ও হ্যাপী দে, এবং মেসার্স তানজিল এন্টারপ্রাইজের আলমগীর। মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম  বলেন, ‘ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন”  প্রকল্পের পরিচালকের ওপর হামলার ঘটনায় ১২ টি ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদাররা জড়িত ছিল বলে চিহ্নিত করা হয়েছে।  এ ঘটনায় তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’

গেল ২৮ শে জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির উপর হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। চসিকের কর্মকর্তা কর্মচারীরা এই হামলায় জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত করছে তদন্ত কমিটি।

Exit mobile version