Site icon দৈনিক এই বাংলা

তুলনামূলক কম গরু ছাগলে সীতাকুন্ডে প্রথম গরু বাজার অনুস্ঠিত

:::এম ইদ্রিস নিজামী:::

ঐতিয্যবাহী মহন্তের হাটে ঈদুল আজাহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এইবারও গরু কেনাবেচার হাট বসে ঐতিহাসিক ঢেবার মাঠে।

শুক্রবার প্রথম হাটে উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি হলেও ক্রেতা-বিক্রেতার
সমাগম ছিল কম।
গরু-ছাগলের পরিমানও ছিল হাতেগোনা

প্রায় ৪০লক্ষ টাকায় কোরবানির ঈদ পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা থেকে টেন্ডারের
মাধ্যমে ইজরা নেন।আমজাদ হোসেন নামক এক স্হানীয় ব্যবসায়ি।

আগামী মঙ্গলবার উক্ত বাজারে এই বছরের শেষ হাট অনুস্ঠিত হবে।আশা করা যায় আগামী হাটে প্রচুর গরু বিক্রির হবে বলেন,হাটে আসা এক গরু বিক্রেতা।

হাটে আসা একজন ক্রেতা জানান,দর দামে না মিলায় গরু না কিনেই ফিরে যাচ্ছি।সময় যেহেতু আছে সামনের কেনার আশা রাখি,বিক্রেতারা অতিরিক্ত দাম হাঁকছেন।

গরু হাট দেখতে আসা এক সচেতন স্হানীয় বাসিন্দা বলেন,
এখন গরু রাখার জায়গার অভাবে গ্রামের বাসিন্দারাও গরু কেনেন কোরবানীর ঈদের দু’একদিন আগে।ফলে আগামী হাট গুলোতে প্রচুর গরু,ছাগল বিক্রি হওয়ার সম্ভাবনা আছে।

Exit mobile version