Site icon দৈনিক এই বাংলা

বিজয় দিয়ে আনোয়ারের শুরু

::: বিশেষ প্রতিনিধি :::

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটার উপস্থিতি থাকার কারণে নির্ধারিত সময় বিকেল চারটায় সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন করা যায় নি। একারণে কিছু কেন্দ্রে ভোটগ্রহনের সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। আবহাওয়া অনুকূল থাকার কারণে পর্যাপ্ত সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিলো কেন্দ্রগুলোতে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শাহজালাল গ্যাস অডিটোরিয়ামে ভোট গণনা শুরু হয় বিকেল পৌনে পাঁচটায়। সুবিদবাজার পিটিআই কেন্দ্রে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান ৩৪৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বাবুল পেয়েছেন ১৭৩ ভোট। এই কেন্দ্র ১৮৫৮ জন ভোটারের   ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন,  এর মধ্যে চারটি ভোট বাতিল হয়। ১২২২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

এছাড়া হাতপাতা প্রতীক ২৯, হরিণ ৭, ঘোড়া ৫, ক্রিকেট ব্যাট ৭, গোলাপ ফুল ৭, বাস ৫৮ ভোট পেয়েছেন।

এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সিসিক নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। মোট ৪২ ওয়ার্ডে ভোটকেন্দ্র ছিল ১৯০টি। এর মধ্যে স্থায়ী মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ছিল ৯৫টি। ১৭৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে সিসিক নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিং করা হয়।

এইবাংলা/সিলেট.সিপি

Exit mobile version