Site icon দৈনিক এই বাংলা

সীতাকুণ্ডে আইসসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

:::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের সীতাকুণ্ডের উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।সোমবার (১৯ জুন ২৩)রাতে দিকে উপজেলার সলিমপুর এলাকায় চারশ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ ২ জনকে আটক র্যাব (র্যাব- ৭) আটককৃতরা হলেন, সন্দ্বীপের কুচিয়ামোড়া এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে মো. আইয়ুব খান ভূঁইয়া (৫৮) এবং নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে বদিউল আলম (৫৫) জানা যায়, উপজেলার মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান চালানো হয়। এসময় একটি বাসকে থামানোর সংকেত দিলে বাসটি চেকপোষ্টের সামনে থামার সঙ্গে সঙ্গে দুজন লোক বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের নিকট মাদক আছে বলে স্বীকার করে। এ সময় তাদের ব্যাগে থাকা একটি প্যাকেট থেকে মোট ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রিস্টাল মেথ সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানায় পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-সূত্র

Exit mobile version