সাকিব চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ রোববার (১৯ অক্টোবর ২০২৫) দায়িত্ব গ্রহণ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইতোপূর্বে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে জনাব সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত জেলা প্রশাসক চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
