Site icon দৈনিক এই বাংলা

উদ্দেশ্যের প্রতি আপোষহীন থাকলেই  সম্ভাব্য মেয়র ইতিহাস গড়বেন

তরুন প্রজন্মের  ইতিবাচক মনোভাব নিয়ে সিলেটের সম্ভাব্য মেয়রকে  সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার  চিন্তাচেতনায় সবসময় নাগরিকদের সুবিধা ও কল্যাণের জন্য সহজ, কার্যকর  অভিনব ও ভিন্নতর বিষয় বিষয় থাকা উচিত।

নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানের সিলেট শহরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিকে আমি স্বাগত জানাই।  আমাদের সিলেটের জন্য পরিকল্পনা নিতে হবে সময় উপযোগী। আগ্রহ, পরিশ্রম, ধৈর্য্য আর উদ্দেশ্যের প্রতি আপোষহীন থাকলেই  সম্ভাব্য মেয়র ইতিহাস গড়তে পারবেন।

সিলেটের জলবায়ু পরিবর্তনের বিষয়টি আনোয়ারুজ্জামান চৌধুরী তার ইশতিহারে যতটা গুরত্বের সাথে দেখেছেন, অন্য প্রার্থী প্রচারণায় বিষয়টি স্থান পায় নি।

জলবায়ু সংকটের অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে এটি পুরুষ ও ছেলেদের তুলনায় নারী ও মেয়েদের ওপর বেশি প্রভাব ফেলবে। জলবায়ু সংকটের কারণে বর্তমানে দেশের সবকটি শহরে স্থানচ্যুত হওয়া মানুষের ৮০ শতাংশই নারী। সংঘাত ও সংকট – যেমন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পরে বা পানির অভাব ও ফসলহানির প্রভাবে গণ-অভিবাসনের সময় অভিবাসনের যাত্রাপথ ও শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় নারী ও মেয়েরা জেন্ডার-ভিত্তিক সহিংসতার মুখোমুখি হওয়ার বৃহত্তর ঝুঁকিতে থাকেন। সিলেটেও নদী ভরাট, পাহাড় কাটা, পুকুর ভরাটের কারনে পরিবেশ  বিপর্যয়ের শন্কা তৈরি হয়েছে। আমি আশা করি চা বাগানের ঝুঁকিপুর্ণ শ্রমিকসহ সিলেটের বিভিন্ন এলাকায় জলবায়ু উদ্বাস্তুদের বস্তি গড়ে তোলা নিয়ন্ত্রণ করবেন। তাদের আবাসনের জন্য কার্যকর ভুমিকা রাখা উচিত।

তানভীর বক্স, সিনিয়র প্রিন্সিপাল অফিসার,  এবি ব্যাংক 

Exit mobile version