Site icon দৈনিক এই বাংলা

বজ্রপাতে সীতাকুণ্ডে ৯ গরু ও ১ মহিষের মৃত্যু

::::নিজস্ব প্রতিবেদক:::

সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে বজ্রপাতে ৯টি গরু ও ১টি মহিষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সৈয়দপুরে একটি মহিষ ও একটি গরু, মুরাদপুরে পাঁচটি গরু ও কুমিরায় তিনটি গরু রয়েছে।

কুমিরা ইউনিয়নের ভূমিহীন কৃষক হাসেম বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে মুহুর্তে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কোরবানকে সামনে রেখে আমি একটি গরু নিজের ও দুইটি বর্গা হিসেবে নিয়ে পাহাড়ের পাশে রেখে মোটাতাজা করছিলাম। বজ্রপাতে তিনটি গরুই মারা যায়। এখন আমি চোখে মুখে অন্ধকার দেখছি। গরু তিনটির মূল্য চার লাখ টাকার উপর। রবিবার থেকে গরুগুলো বিক্রির জন্য বাজারে তোলার কথা।

জানা গেছে, সীতাকুণ্ডে গতকাল শনিবার সকালে বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। কয়েক ঘণ্টার ঝড়ো হাওয়ায় রাস্তা-ঘাটসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়। বাড়বকুণ্ড, মুরাদপুর, কুমিরা, সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে গাছপালা পড়ে ঘর-বাড়ির ক্ষতি হয়। মুরাদপুর ইউপি সূত্রে জানা যায়, বজ্রপাতে ইউনিয়নের হাসনাবাদ, গোপ্তাখালী ও ভাটেরখী এলাকায় পাঁচটি গরু মারা গেছে। অসহায় কৃষকরা পবিত্র কোরবানকে সামনে রেখে গরুগুলো মোটাতাজাকরণ করেছিলেন। এছাড়া কুমিরা ও সৈয়দপুর ইউনিয়নে বজ্রপাতে গরু ও মহিষের মৃত্যুর কথা শুনেছি।

Exit mobile version