:::নিজস্ব প্রতিবেদক:::
মিরসরাইয়ে ইকোনমিক জোনের রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদ্যেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈয়দালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির উদ্দেশ্যে আনা বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তার কৃতরা হল— সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মৃত বজল আহম্মদের ছেলে মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রির ছেলে আলা উদ্দিন প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মো. মনিরের ছেলে মো. রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মো. বাবুলের ছেলে মো. জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মো. আলমের ছেলে মো. রনি (১৯)।
মিরসরাই থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ৬ জন হলো আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।