Site icon দৈনিক এই বাংলা

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু

:::এম ইদ্রিস নিজামী:::

চট্টগ্রামের সীতকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজিব নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আকবর নামে আরেক শ্রমিক। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ (গোলাবাড়িয়া) গ্রামের ফোরক ভূইঁয়ার বাড়ির মহিউদ্দিনের ঘরে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

রাজিব ওই এলাকার জহুরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, মহিউদ্দিন নামের এক প্রবাসীর বিল্ডিংএ রাজমিস্ত্রির কাজ করছিলেন রাজীবসহ আরও কয়েকজন। এ সময় লোহার একটি রডকে উপরের দিকে তুলতে গিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে লেগে মারাত্মকভাবে আহত হন তিনি। একই ঘটনায় আকবর নামের আরও এক ব্যক্তি আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃস্টে আহত দুই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইবাংলা/সিটিজি

Exit mobile version