Site icon দৈনিক এই বাংলা

জীবন গেলেও ভোটের মাঠ ছাড়বো না – বাবুল

শহিদুল ইসলাম,  সিলেট প্রতিনিধি 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল  সংবাদ সম্মেলন করে বলেছেন,৷ নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমার কর্মীদের ওপর হামলা হচ্ছে, একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে।যতই ভয়-ভীতি দেখানো হোক আমি ভোটের মাঠ ছেড়ে যাবো না ।

বুধবার (১৪ জুন) নগরীতে সংবাদ সম্মেলন করেন তিনি৷

ভার্চ্যুয়াল মিডিয়ায় জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের একটি ভিডিও নিয়ে সরব ছিলেন ভোটাররা। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় হয়েছে। তবে বিকালে ভিডিও’র পাল্টা জবাব দিয়েছেন বাবুলের বড় স্ত্রী বেদানা বেগম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বিভ্রান্ত না হতে নগরবাসীকে আহ্বান জানান।এমন ঘটনায় তার পরিবার বিপর্যস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি। সিলেটে এখনো আলোচনা হচ্ছে বাবুলের সেই ভিডিও নিয়ে। ভোটারদের মধ্যে তৈরি নানা হয়েছে প্রতিক্রিয়া।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Exit mobile version