Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে শেষ মুহুর্তে সমাবেশস্থল পরিবর্তনে বাধ্য হলো বিএনপি

:: অপু ইব্রাহিম :::

সরকারবিরোধী আন্দোলনে তরুণদের শামিল করতে তারুণ্যের সমাবেশের ঘোষণা মত সব ধরনের প্রস্তুতি নেয় চট্টগ্রাম মহানগর, জেলা বিএনপি। কিন্তুপুলিশি বাধায় শেষ মুহুর্তে স্টেডিয়াম থেকে কাজির দেউড়িতে সরে আসতে হলো তাদের।বিএনপি মাঠে নেমে অরাজকতা করতে পারে, এ আশঙ্কায় চট্টগ্রামে দুইদিনের ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার ( ১৪ জুন) চট্টগ্রামে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজনের ঘোষণা দেয়া হয়েছিলো  । বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই আয়োজন করছে। সেই ঘোষণা অনুযায়ী আউটার স্টেডিয়াম এলাকায় মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ। একইসময়ে কাজীর দেউড়ি থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে নিউমার্কেট মোড়ে ‘শান্তি সমাবেশের’ ডাক দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থান পরিবর্তনের কথা বলেছে পুলিশ। বিএনপি নেতারা বলছেন  পুলিশ এসে বাধা দিলে স্থান পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, কাজীর দেউড়িতে আউটার স্টেডিয়ামে ওই সমাবেশে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, জনভোগান্তির কথা ভেবে আউটার স্টেডিয়ামে সমাবেশের ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত কাজির দেউড়ী মোড়ে সমাবেশ সরিয়ে নেয়া হয়েছে। ‘

এদিকে,  তারুণ্যের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার  ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। জানা গেছে,  বিএনপি নেতাদের মধ্যে হুম্মাম কাদের চৌধুরী দশ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দেবেন সমাবেশে। চট্টগ্রাম শহরে নেতাকর্মীদের জন্য পরিবহন ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া উপজেলার নেতাকর্মীদের শহরে আনার প্রস্তুতি নেয়া হয়েছে। ফটিকছড়ি উপজেলা থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সরওয়ার আলমগীরের নেতৃত্বে  শহরে আসার প্রস্তুতি নিয়েছে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী। এছাড়া হাটহাজারী উপজেলা থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানার অনুসারীরা যোগ দেবেন সমাবেশে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার থেকে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান।

চট্টগ্রামের পর এ সমাবেশ হবার কথা ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহরে। সমাবেশ সফল করতে ওই তিন সংগঠনের উদ্যোগে শেষ হয়েছে  লিফলেট বিতরণ, পথসভাসহ নানা প্রস্তুতি। ইতোমধ্যে প্রস্তুতিতে অংশ নিতে তিন সংগঠনের অধিকাংশ কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে অবস্থান করছেন। তরুণদের সংগঠিত করতে তারা যাচ্ছেন নগরী এবং আশপাশের এলাকায়।

এইবাংলা / তুহিন

Exit mobile version