রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘অক্টোবর ২০২৫-এর কমিশনার সমন্বয় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জানানো হয়, আগামী ৩০ অক্টোবর সারাদেশে একযোগে নামজারির ভার্সন ২.১ সফটওয়্যার চালু করা হবে। পাশাপাশি চালু হচ্ছে ভূমি উন্নয়ন করের অ্যাপস।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, এমন প্রথা অবশ্যই রোধ করতে হবে এবং বিভাগীয় কমিশনারদের এ বিষয়ে কঠোর ভূমিকা রাখতে হবে।
তিনি আরো যোগ করেন, আমরা এমন ভূমি অফিস চাই যা জনগণের প্রত্যাশা পূরণ করবে— আধুনিক, সহজ ও স্বচ্ছ হবে।
উল্লেখ্য, ২০ জুন থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ১৪ লাখ ৭৩ হাজার ৭৩০টি ই-নামজারি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৭২ শতাংশ মঞ্জুর হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন করের মোট দাবি ১,৪৪৪ কোটি ৪২ লাখ ২৬ হাজার ৩১৩ টাকা, যার মধ্যে আদায় হয়েছে ৩৩৯ কোটি ১১ লাখ ২৭ হাজার ২১৫ টাকা।
এছাড়া ২ কোটি ১৯ হাজার ৫২০টি হোল্ডিং আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৮৫.৬১ শতাংশ প্রস্তুত সম্পন্ন হয়েছে।
সারা দেশে বর্তমানে ৬১ জেলায় ৮১৫টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
