Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এএসআই বাঁশখালী থানার আবদুল খালেক

জোবাইর চৌধুরী, বাঁশখালী:

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার এএসআই আবদুল খালেক। জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রবিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় এএসআই আবদুল খালেককে এই সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম। এসময় চট্টগ্রামের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসআই আবদুল খালেক বলেন, দায়িত্বকে দায়িত্ব মনে করে সবসময় কাজ করেছি। কাজের স্বীকৃতি পেলে যে কারোরই ভালো লাগে। পেশাগত এই স্বীকৃতি আমাকে আগামীতে কাজ করার ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত করবে। দায়িত্বের প্রতি আরও সচেতন করবে। আমি বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন স্যারের কাছে কৃতজ্ঞ। তাঁর দিকনির্দেশনায় কাজ করে আমি এই শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেছি।

Exit mobile version