Site icon দৈনিক এই বাংলা

সীতাকুণ্ডে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

::: ইদ্রিস মিয়াজি, চট্টগ্রাম :::

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আরফাত (১৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ ।রবিবার (২৮ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার মধ্যম সলিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব কার্যালয় সুত্রে জানা যায়,  মধ্যম সলিমপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর গাড়ীতে তোলার জন্য অবস্থান করছে এক ব্যক্তি ; এমন সংবাদেন  ভিত্তিতে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি হাতে হলুদ রংয়ের প্লাস্টিকের একটি বস্তাসহ পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা আসামী মোঃ আরাফাতকে আটক করে।

আটককৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার মীরসরাই থানার উত্তর নাহেরপুর গ্রামের শেখ সাহাবের পুত্র। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তা হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মোট ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৫ হাজার টাকা। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এইবাংলা /তুহিন

Exit mobile version