Site icon দৈনিক এই বাংলা

চন্দনাইশে যৌন পীড়ন মামলার আসামি গ্রেফতার

চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে যৌন নিপীড়ন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।  (৪ ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় যৌন পীড়ন মামলার আসামি আবদুর রহিম প্রকাশ কালুকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভা ৭ নং ওয়ার্ড পুর্ব দোহাজারীর আনচর আলী পরিত্যক্ত খামার বাড়ির রাস্তার উপর রায় জোয়ারা গ্রামের আবু তাহেরের মেয়ে শাওরিন আফ্রিদা অপিকে ( ২০)  একা পেয়ে যৌন পীড়ন করেন । ঘটনার পরদিন ভিকটিম বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযুক্ত আবদুর রহিম প্রকাশ কালুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওদিন সন্ধায় তাকে গ্রেফতার  করে বলে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান।
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়

Exit mobile version