Site icon দৈনিক এই বাংলা

সিলেটের গোয়াইন ঘাট থেকে বিক্রি হওয়া শিশু উদ্ধার

::: নিজস্ব প্রতিবেদক :::

বিক্রি হওয়া শিশু সিলেটের গোয়াইনঘাটের সর্দারপুর গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এ সময় মমতা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শাহ জাহান নামের শিশুটির বয়স ১৪ মাস। এ ঘটনায় পুলিশ নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মমতা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে।

মমতা নবীগঞ্জ থানাধীন সর্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নামের এক ব্যক্তি পরিচয় গোপন করে ভিকটিম শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি নিজেকে অনাথ পরিচয় দিয়ে ভিকটিমের বাড়িতে অবস্থান নেন। গত ২৭ মে আসামি জাফর ভিকটিমকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জের মমতার কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান। শিশুটির পরিবার তাকে না পেয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. সেলিম জানান, অপহরণের পর ১৫ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণের অভিযোগে মমতা নামের এক নারীকে গ্রেফতার করেছে।

এইবাংলা /তুহিন

Exit mobile version