Site icon দৈনিক এই বাংলা

এটিএন নিউজে মুন্নি অধ্যায়ের সমাপ্তি

::: নিজস্ব প্রতিবেদক :::

এটিএন নিউজের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মুন্নি সাহা। গত ২৭ ই মে এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান  মুন্নি সাহার  পদত্যাগ পত্রের অনুকূলে সম্মতি প্রদান করেছিলেন। ফলে  এটিএনে আগামীকাল থেকেই পরিসমাপ্তি ঘটছে মুন্নি অধ্যায়ের।

সুত্রমতে, প্রতিষ্ঠানটি আর্থিকভাবে দূর্বল হতে থাকার কারনে বেশ চাপে ছিলেন প্রধান নির্বাহী মুন্নি সাহা। এটিএন নিউজের কর্মকর্তা কর্মচারীদের বেশ কয়েকমাসের বেতনও বকেয়া রয়েছে। সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ পদ থেকে সরে যাবার নির্দেশনা দেয়া হয় মালিক পক্ষের তরফ থেকে। চলতি মাসে মুন্নি সাহা পদত্যাগ পত্র জমা দিলে সেটি গ্রহন করে কর্তৃপক্ষ।

বাংলাদেশের এই তারকা সাংবাদিক দৈনিক আজকের কাগজ দিয়ে  সাংবাদিকতায় পথচলা শুরু করেছিলেন। তখন আজকের কাগজ পত্রিকাটির সম্পাদক ছিলেন নাইমুল ইসলাম খান৷ ১৯৯১ সালে তখন আজকের কাগজ পত্রিকার বয়স মাত্র দু’মাস৷মুন্নি সাহার  ছোটবেলা কেটেছে মুন্সীগঞ্জে৷ তিনি এসএসসি পাস করেছিলেন সেখান থেকেই৷  ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে যোগ গেবার পর আলোচনায় আসেন মুন্নি সাহা। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি, ২০১০ সালে এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্বে ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পদত্যাগ করার মধ্য দিয়ে মুন্নি সাহা এটিএন পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন।

 

এইবাংলা/ তুহিন

Exit mobile version