::: মাগুরা প্রতিনিধি :::
আশ্রয়ায়ন প্রকল্পের আওতায় মাগুরা সদর উপজেলার আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসানের সভাপতিত্বে শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু,যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোঃ ওসমান গনি। প্রশিক্ষণ কোর্সের সমন্বয় এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে ।
এইবাংলা/ তুহিন