Site icon দৈনিক এই বাংলা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের শোভাযাত্রা

::: নিজস্ব প্রতিবেদক :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও ৭ং পশ্চিম ষোলশহর ওর্যাড ছাত্রলীগ।

শুক্রবার (২৬ মে) দুপুর তিনটার দিকে বিবিরহাট মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বিরিরহাট, হামজারবাগ, আতুরারডিপু সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো:আরিফ হোসেন, মো:ইব্রাহিম রুবেল, মো:রহিম হোসেন মো:রাব্বান, মো:নুর আলম, মো:ফয়েজ, মো:ফাইসাল, মো:কাজী রাইহান সহ ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

এইবাংলা /হিমেল

Exit mobile version