Site icon দৈনিক এই বাংলা

চন্দনাইশে ১০ ছিনতাইকারী গ্রেফতার, ব্যবসায়ীর ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার

::: আজগর আলী সেলিম চন্দনাইশ (চট্টগ্রাম) ::: 

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাটস্থ পাঠানী পুল এলাকায় নগদটাকাসহ ছিনতাইয়ের শিকার হন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার সারোয়ার কামাল। বুধবার( ২৪ মে) রাত ৯ টার দিকে দোহাজারী থেকে হাশিমপুর মক্কা পেট্রোল পাম্প এলাকায় ফেরার পথে দোহাজারী পৌরসভা পাঠানী পুল এলাকায়  ছিনতাইকারীরা পথে তাদের একটি নাম্বারবিহীন  টেম্পুসহ গতিরোধ করে। সানাব এন্টারপ্রাইজ কর্মরত ম্যানেজার মোঃ সরোয়ার কামালকে (২২)  দেশীয় অস্ত্রশস্ত্র দা, চুরি দিয়ে মারার ভয়ভীতি দেখিয়ে তার কাছা থাকা দুই লাখ টাকা, একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলা দায়ের করা হলে চন্দনাইশ থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ ছিনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং ছিনতাইকৃত টাকা থেকে ১ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।  ছিনতাই কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিটি (অটোরিকশা) উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ আরিফুল ইসলাম (৩০),  মোঃ ইসমাইল ( ২২),  মোঃ শাহরিয়ার ইসলাম জিকু ( ২২) ৪,আজিজুর রহমান ( ২২),  মোঃ আরাফাত (১৯),  ইয়াসিন আরাফাত আকিব (১৯),  আরিফুল ইসলাম (২২), আজিজুল হাকিম ইমরান,  মোঃ ইমন (১৯),  আজিজুল হক ( ১৯)। পুলিশ জানিয়েছে  গ্রেফতারকৃতদের বাড়ি চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিদের গভীর রাত থেকে দুপুর অদ্যবদি বিভিন্ন জায়গায় থেকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।

এইবাংলা /হিমেল

Exit mobile version