22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    ফতেপুর মাদ্রাসার সালানা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

    আরও পড়ুন

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

    চট্টগ্রামের হাটহাজারীতে ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সালানা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ মাহবুব উল আলমের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ নুরুল্লাহ রায়হান খান এবং মাওলানা জামাল উদ্দীন কাদেরীর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

    অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী, ইউনুছ গনি চৌধুরী, প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ও ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম (পিপি), স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান ও গভর্নিং বডির দাতা সদস্য জাকের হোসেন, আবুল বাশার বাবুল, শাখাওয়াত হোসেন, সেকান্দর মিয়া ও জাহাঙ্গীর আলম।

    এসময় দাখিল ও আলিম পরীক্ষায় “এ” প্লাস প্রাপ্ত ১৫জন শিক্ষার্থীকে শেখ রাসেল মেডেল ও শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। এছাড়া ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ২৫জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

    দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম উপস্থিত থাকবেন বলে জানান আয়োজক কমিটি, এতে আলোচক বৃন্দদের মধ্যে শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনছারী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রজভী ও আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান থাকবেন বলেও জানান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর