22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    চট্টগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরও পড়ুন

    নাদিরা শিমু, চট্টগ্রাম ::

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশের নামে দেশে অশান্তি সৃস্টি পাঁয়তারা করছে বিএনপি। উন্নয়ন ও শান্তি বিরোধী চক্রান্ত রুখে দিতে হবে।রবিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন ডঃ হাছান মাহমুদ।

    এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিএনপির রাজনীতির সমালোচনা করেন ও নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন, “বিএনপি শীতের পাখি, তাদের দেখা যায় শুধু ভোটের সময়। করোনাভাইরাস মহামারীর সময় বিএনপিকে দেখা যায়নি, তখন কেবল আওয়ামী লীগ নেতাদেরই মানুষের পাশে দেখা গেছে। এতো বড় বড় উন্নয়ন কেবল বর্তমান সরকারই করেছে। এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানাই।”

    ড. হাছান মাহমুদ বলেন, “পাঁচ হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর হয়ে রয়েছেন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি। যুগে যুগে কোটি কোটি বাঙালির হৃদয়ে অমর।”

    সমাবেশে মহানগর আওয়ামী লীগের  সাধারণ সম্কাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি জামায়াতের তথাকথিত সরকার উৎখাতের  নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আন্দরকিল্ল্লা চত্বরে এক বিশাল শান্তি সমাবেশের মাধ্যমে তাদের সতর্ক করে দিলাম। দেশের জনগন শান্তির পক্ষে।’

    বিএনপির মহাসমাবেশের দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করেছে।  বিকেল তিনটায় মহানগর আওয়ামী লীগ নগরের আন্দরকিল্ল্লা চত্বরে এ সমাবেশ আহবান করে নগর আওয়ামী লীগ ।

    দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। এসময় নেতারা অভিযোগ করেন, দেশের অগ্রগতি থামিয়ে দিতে, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি। জনগণের জানমালের ক্ষতি এবং নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

    এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, খুলনা নগরীর শিববাড়ী মোড়ে, রংপুরে গণগ্রন্থাগার চত্বরে, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর