নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা বিএনপির দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে কাজির দেউড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাদের বক্তব্য চলাকালেই দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এসময় এক গ্রুপ কাঠ ও লাঠি হাতে অপর গ্রুপকে ধাওয়া দেয়। পরে বিশৃঙ্খল নেতাকর্মীদের শান্ত করেন নেতারা।
তারা জানান, দুপুর ২টার ৪০ মিনিটের দিকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে আসতে শুরু করেন হাজারো নেতাকর্মী। এসময় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে। এরপর লাঠি নিয়ে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিকবার মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশ কাজীর দেউড়ি থেকে লাভলেন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তবে সকাল থেকে বিভিন্ন যানবাহনে করে সমাবেশ স্থলে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়।