আজগর আলী সেলিম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অত্যন্ত অঞ্চলে ইদানিং ব্যাপক হারে গরু চুরি বৃদ্ধি পেয়েছে । গত তিন মাসে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৯ টি গরু চুরির খবর পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। গরুর মালিকগন গরু চুরি রোধ করতে গোয়াল ঘরে রাত যাপনের এর পরেও গরু চুরি রোধ করা যাচ্ছে না ,এ বিষয়ে গরুর মালিক ও এলাকাবাসী চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী দৃষ্টি আকর্ষণ করলে গত ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১ টার সময় চন্দনাইশ উপজেলা কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরিন আক্তার, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, বরকল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রহিম, জোয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকমসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী তার বক্তব্য বলেন নিজ এলাকায় ব্যাপক হারে গরু চুরির খবর শুনে তিনি দুঃখ প্রকাশ করে বলেন স্বল্প সংখ্যক জনবল নিয়ে পুলিশের একার পক্ষে গরু চুরি রোধ করা সম্ভব নয় তাই আগামীতে পুলিশের পাশাপাশি এলাকার জনগণকে এগিয়ে আসতে হবে।