চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ::
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর কোতায়ালী থানার নন্দন কানন ও ডবলমুরী থানার রমনা আবাসিক এলাকা থেকে জম্ম সনদ ও জাতীয় সনদ তৈরি জালিয়াতি চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করেছে
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলা টেকনাফ এলাকার ফয়েজ আহমেদ ছেলে মোহাম্মদ আরিফ, কক্সবাজার ঈদগাঁও এলাকার নবী হোসেনের ছেলে জসিম উদ্দিন ও কুমিল্লা চান্দিনা এলাকার নবী হোসেনের ছেলে মোহাম্মদ তারেক ।
এ সময় তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, জম্ম ও জাতীয় সনদসহ ২৫ টি বিভিন্ন ধরনের ডকুমেন্ট উদ্ধার করা হয়। গ্রেফতার কালে চন্দনাইশ থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করেন ডিবি, কোতায়ালী ও ডবলমুরিং থানার পুলিশ।
জালিয়াতি চক্রটি দীর্ঘদিন ধরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ও আশপাশের বিভিন্ন স্থানে বসবাস রত রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এসব অপকর্ম চালিয়ে আসছিল।
এ ব্যাপারে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করে কোট হাজতে প্রেরন করা হয়েছে।