28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    হাঁস পালনে সাবলম্বী চলনবিলের শতাধিক পরিবার

    আরও পড়ুন

    আল আমিন,নাটোর প্রতিনিধি:-
    হাঁস পালন করে সাবলম্বী হয়েছে চলনবিলের শতাধিক পরিবার। এসব পরিবার বছরের পুরোটা সময় হাঁস পালন করে জীবিকা নির্বাহ করে আসছে। মূলত হাঁস পালন করে ডিম বিক্রির অর্থ দিয়েই সংসারের অভাব অনটন মেটায় পরিবারগুলো। তা ছাড়া ছেলে- মেয়েদের লেখাপড়ার খরচ ও যোগান দেয়া হয় এই অর্থ থেকে। সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের অনেক পরিবার নিজ উদোগ্যে হাঁস পালন করে আসছেন। এরমধ্যে ডাহিয়া, আয়েশ, বিয়াশ,বলিয়াবাড়ী, কালিনগর,কৃষ্ণনগর, আনন্দনগর, সাতপুকুরিয়া, হিজলী, কান্তনগর গ্রামের অনেক পরিবার ভ্রাম্যমান হাঁস পালন করে সংসার চালাচ্ছেন। সরকারি কোন সহযোগিতা ছাড়াই এসব পরিবার সাবলম্বী হয়ে উঠছে। তবে সরকারি সহযোগিতা পেলে আরো অনেকেই হাঁস পালনে আগ্রহী হয়ে উঠবে বলে জানান তারা।

    কালিনগর গ্রামের মন্টু আলী বলেন, সমিতি থেকে লোন নিয়ে হাঁস পালন করছি। কিন্ত সরকারিভাবে কোন লোন পাইনি। একটি বাড়ি একটি খামারের উপকারভোগীরা সরকারিভাবে সহযোগিতা পেলেও তারা টাকা কাজে লাগায় না বলে অভিযোগ করেন। মন্টু আলী আরও জানান, সে হাঁস পালন করে সংসার চালান। তার গত বছর কলেরা রোগে ২০০টি’র মত হাঁস মরে যাওয়ায় লোকসানে পড়েছেন। তবে বর্তমানে নতুন ৭০০টি হাঁস কিনে পালন শুরু করেছেন। ডিম বিক্রি করে লোকসান পুষিয়ে নিয়েছেন।

    কৃষ্ণনগর গ্রামের রমিজ উদ্দিন জানান, ১০ বছর থেকে হাঁস পালন করে আসছি। বর্তমানে ১হাজার টি হাঁস রয়েছে। হাঁস পালন করে জীবিকা র্নিবাহ করছি। কালিনগর গ্রামের রিয়াজুল করিম বলেন, প্রায় ২০বছর থেকে হাঁস পালন করে আসছি। এটি অনেক লাভ জনক। ৪০০টি হাঁস রয়েছে। প্রতিদিন ২৫০/৩০০টি ডিম বিক্রি করি। প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ টাকার ডিম পর্যন্ত বিক্রি করা হয়।

    রিয়াজুল করিম আরো জানান, সারা বছর হাঁস পালন করেন। হাঁসের খাবার মেটানোর জন্য বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে খামার স্থাপন করেন। প্রকৃতিকভাবে খাবার জোগানে খরচ কম হয়। শুধু পরিশ্রম বেশি হয়, তবে লাভ বেশি হচ্ছে। কথা হয় কয়েকজন ডিমের আড়ৎদারের সাথে। তারা জানান, প্রতিদিন তারা কয়েক হাজার ডিম কিনে নেন এবং তা বিভিন্ন স্থানে সরবরাহ করেন। ডিম বিক্রি করে সংসারের প্রয়োজন মেটান অনেকে। সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,উপজেলায় হাঁস পালনে চাষীদের সকল ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে।এছাড়াও আধুনিক পদ্ধতিতে হাঁস পালনের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর