::: নাদিরা শিমু :::
চট্টগ্রামের দেওয়ান বাজার ওয়ার্ডের দুইশত বছরের পুরোনো বলুয়ার দীঘি ভরাটের অভিযোগ দীর্ঘদিনের। গত দুইমাস ধরে স্থানীয় একটি চক্র শতবর্ষী এই জলাধার ভরাট করে স্থাপনা তৈরি করে আসছিলো। স্থানীয় এক ব্যক্তি ৯ই এপ্রিল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন ভরাট বন্ধ করার অনুরোধ জানিয়ে।
জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসে লিখিত অভিযোগ দেবার পরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেবার ঘোষণা দেন জেলা প্রশাসক ফখরুজ্জামান।
জেলা প্রশাসকের এমন ঘোষণার পরে যারা পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করে আসছিলেন তারাই পুকুর রক্ষা কমিটি নামের ব্যানার নিয়ে দেওয়ানবাজার এলাকায় মানববন্ধন আয়োজন করেছে বুধবার (১২ এপ্রিল) সকালে। অভিযোগ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই পুকুর ভরাটের সাথে যুক্ত।
পুকুর ভরাটের বেশ কিছু ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দিনে দুপুরে বলুয়ার দীঘির পাড় দখল করে স্থপনা নির্মাণ ও জলাধার ভরাটের কর্মকাণ্ড স্পষ্ট। জানা যায় দুইশো বছরের পুরোনো এই দীঘির আয়তন কমেছে অন্তত প্রকৃত আয়তনের অর্ধেক। খাতুনগন্জ,চাক্তাই, আসাদগন্জ অংশ ধীরে ধীরে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
পুকুর রক্ষার জন্য জলাশয় ভরাটকারী আলহাজ্ব খায়ের আহমেদের অংশ নেবার বিষয়টি হাস্যরসে পরিণত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন তার এমন অভিনয় নিয়ে।
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমাদানকারী আরসে আজিম আরিফ জানান, যারা পুকুর ভরাট করে দীঘির আয়তন অর্ধেক করে ফেলেছেন তাদের অনেকেই ‘পুকুর রক্ষা কমিটি ‘ করে মানববন্ধন করেছেন। জেলা প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দেবার পর পুকুর রক্ষা কমিটি অভিযান বন্ধের কৌশল হতে পারে। ‘
জানতে চাইলে বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ‘ সারাদেশে নদী, খাল, দীঘি, পুকুর ভরাট করে দীর্ঘদিন থেকে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছে একটি চক্র। বলুয়ার দীঘির পাড় দখল করে স্থাপনা নির্মাণের সাথে যারা জড়িত, তারা পুকুর রক্ষা কমিটি করুক আর যাই করুক তাদের ছাড় দেয়া উচিত হবে না। ‘
এইবাংলা/ হিমেল