25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে শুরু বিজু উৎসব

    আরও পড়ুন

    ::: দিলিপ দাশ,  রাজস্থলী প্রতিনিধি::

    রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর নারীরা তাদের বিজু উৎসবের প্রথম দিন অর্থাৎ  ফুল বিজুর দিন বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এসময় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেন।

    এসময় সীমান্ত পরিবার কল্যান সংস্থা (সিপকস) কাপ্তাই উপ শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক চিরনজীত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ১ নং চন্দ্রঘোনা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আথুই তঞ্চঙ্গ্যা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত: বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিজু প্রথম দিন। ফুল বিজু শুরু হয় বসন্তের শেষদিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। ঐদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য যে, ঐসময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর