::: জোবাইর চৌধুরী বাঁশখালী :::
রাজকীয় বেশে এয়ার কন্ডিশন কারে চডে অভিনব পন্থা অবলম্বন করে ইয়াবা পাচারে নেমেছে একটি চক্র।এই চক্রের দুই সদস্যকে পুলিশ আটকের পর এমন তথ্য বেরিয়ে আসছে। চট্রগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ১৪ হাজার পিচ ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত বিলাসবহুল কার গাডি।
বুধবার (১২ এপ্রিল) সকালে আটক মাদককারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক আদালতে হাজির করা হয়েছে। তাছাড়া আটক ব্যক্তিদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলেও নিশ্চিত করেছেন অভিযানকারী কর্মকর্তা এস,আই রফিকুল ইসলাম।
জানা যায়, মঙলবার রাত ৯ টার দিকে পৌরসদরের কালীবাড়ি গেটের সামনে বিলাসবহুল কার গাডি তল্লাশি চালিয়ে (চট্ট মেট্রো গ–১১–২৭৫৭) চাকার সাথে বিশেষ কায়দায় জড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টেকনাফের ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে আব্দুল মজিদ (২৫), ও কক্সবাজার সদরের পরানিয়াপাড়া এলাকার মৃত জহির আহমদের ছেলে চালক মো. ইউসুফকে (২৪) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, পুলিশের একই অভিযানকারী দল পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের দক্ষিণে ফুটখালী ব্রিজের পাশে গাডি তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেন। আটকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. সফি আলম (২৮), আব্দুল মালেকের ছেলে মো. হোসেন (২১)। তাদের কাছ থেকে উদ্বার করা হয় ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম বলেন, অভিনব কায়দায় গাডির চাকায় করে ইয়াবা পাচারকালে ২ কারবারিকে আটক করা হয়েছে।আটকৃতদের মূলহুতাদেরও শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে।তাছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এইবাংলা/তুহিন