22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    প্রধানমন্ত্রীর মতো সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান মেয়র রেজাউলের

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানবিক মন জাগ্রত করে প্রধানমন্ত্রীর ন্যায় সকলকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সকল ক্লেশ, দ্বন্দ্ব  ভেদাভেদ ভূলে মানুষের সম্প্রীতির কথা তুলে ধরে একে অন্যের বিপদে সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে।

    (১১ এপ্রিল) মঙ্গলবার বহদ্দারহাট এক মাইলের মাথা এলাকার কমিউনিটি হলে “আমাদের আলোকিত সমাজ” এর পক্ষ থেকে প্রায় ৩০০  পরিবারের মাঝে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

    চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী আরো বলেন, সামাজিক সংগঠন “আমাদের আলোকিত সমাজ” তাদের নানা কাজ কর্মের দ্ধারা চট্টগ্রামসহ সারা দেশে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী ৫ ওয়াক্ত নামাজ পড়ে মানুষের কল্যানে সকল সময় আল্লাহর নিকট প্রার্থনা করেন।  তিনি আগামীতেও এভাবে এই সংগঠনের সকল কাজে নিজেকে সম্পৃক্ত  রাখার বিষয়ে  আশ্বস্ত করেন।

    এই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ন্যাপের নেতা মিটুল দাশ গুপ্ত । তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ যেভাবে মানবিকতা ছড়িয়ে মানুষের পাশে থাকতেন তেমনি করে উনাকে ও উনার জীবনীকে অনুসরণ করার মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠা করার করা সম্ভব। রক্তে কেনা এই দেশকে ধর্মান্ধতার বেড়াজালে ফেলে একটি অপশক্তি সম্প্রীতির অমলিন বাংলাদেশকে  গ্রাস করতে চায়। তাই সকলকে সজাগ থাকতে হবে।

    সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলার সভাপতি এডভোকেট শাহরিয়ার তানিমের সঞ্চালনায় এসময়  আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ জাবেদ নজরুল, ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার্দী, আ.আ.সমাজ’এর সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম, আ.আ.সমাজ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা, বিশিষ্ট সমাজ সেবক মো: মোশাররফ হোসেন,   ইসতিয়াক আহমেদ, মেহেরুন নিপা, মহিলা আওয়ামীলীগ নেত্রী রোপী দাশ, লাকি আক্তার, শিপ্পী বসাক,  ইফতেখার হোসেন রনি, জাহিদ হোসেন মিঠু, মোঃ নাছির সরকারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পরে সংগঠনের  পক্ষ থেকে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন চসিকের  মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

    এইবাংলা/ তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর