28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    হাটহাজারীতে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড বিষয়ক কর্মশালা

    আরও পড়ুন

    ::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী প্রতিনিধি :::
    প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের হাটহাজারীতে “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক বিভিন্ন পেশায় নিয়োজিত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

    উপস্থিত সকলকে ১০টি ভাগে বিভক্ত করে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রকল্পের মাধ্যমে স্মার্ট আইডিয়া গ্রহণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্মার্ট সেবা খাত, স্মার্ট প্রশাসন ও স্মার্ট ইউটিলিটি। এবিষয়ে ইউএনও বলেন, সংশ্লিষ্ট উপজেলার যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আইডিয়া/প্রকল্প প্রস্তাব পিডিএফ ফরমেটে সংশ্লিষ্ট উপজেলার ওয়েবসাইট বা অনলাইন পদ্ধতিতে আগামী ২০শে এপ্রিল এর মধ্যে প্রেরণ করতে হবে। উপজেলার ওয়েবসাইটে প্রস্তাব দাখিল করার জন্য একটি গুগল ডক্স লিংক দেওয়া থাকবে। প্রস্তাবটি অবশ্যই যুগোপযোগী এবং বাস্তবায়ন যোগ্য হতে হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর