::: আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাজনিয়া তাজনিন মারিয়াকে (১৫) অপহরণের ৩৬দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে অপহৃতের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। এদিকে ঘটনার ৩৬দিন অতিবাহিত হলেও স্কুলছাত্রী উদ্ধার না হওয়ায় তার জীবন নিয়ে শঙ্কিত তার পরিবার।
অপহরণের পর গত ৬মার্চ অপহৃত স্কুলছাত্রীর মামা গিয়াস উদ্দিন বাদী হয়ে বখাটে মোহাম্মদ কবির উদ্দীন প্রকাশ রাসেল (২২) কে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ কবির উদ্দীন রাসেল দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার সময় অপহৃতকে নানাভাবে হেনস্ত করে আসছিলো, একপর্যায়ে অভিযুক্তের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় সে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের জানালে অভিযুক্ত কবির উদ্দীন রাসেল ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে স্কুলে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
ওই ছাত্রীর মা নাসরিন চৌধুরী বলেন, স্কুল থেকে ফেরার পথে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে বখাটে রাশেল ও তার সহযোগীরা। অপহরণের আজ ৩৬ দিন হয়েছে। মামলায় আসামীর নাম সুনির্দিষ্ট রয়েছে। আজকে ৩৬দিন হলেও পুলিশ কেন উদ্ধার করতে পারছে না বুঝতে পারছি না। আমার মেয়ে কোন অবস্থায় আছে তার কিছুই বলতে পারছি না। পুলিশ চাইলে সব করতে পারে। আমরা পুলিশের সহযোগিতা চাই। আমার মেয়েকে উদ্ধার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, আমরা আসামীর বাড়ীতে অভিযান চালিয়েছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। এবিষয়ে আমাদের চেষ্টা চলমান রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, স্কুলছাত্রী নিখোঁজের পর তার মামা থানায় আসে মামলা দায়ের করে। আমরা তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ে উদ্ধার হবে।
এইবাংলা/ তুহিন