18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    আন্জুমানে মুসলেমিন দুবাই শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আরও পড়ুন

    :: আমিরাত প্রতিনিধি :::

    আহলে সুন্নাত ওয়াল জামাতের মতার্দশ ভিত্তিক বহুমূখী সেবা মুলক সংস্হা আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ দুবাই পরিবারের উদ্যোগে “ঐতিহাসিক শোহদায়ে বদর স্বরণে ও সংস্হার সহ সাধারন সম্পাদক এম মিজানুর রহমানের বাবা মরহুম হয়রত আল্লামা আজিজুর রহমান (রহঃ) এর ইছালে ছাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুবাইয়ের পাক জাইকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

    মহান আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের অন্তরকে পরিপূর্ণ আত্মসুদ্দী করার লক্ষে পবিত্র রমজানে মত একটি মহিমান্বিত মাস দিয়েছেন। এই মাসে বান্দা তার জীবনের সকল কপটতা, অশ্লীলতা, সকল গর্হিত কর্মকে নিজের থেকে দুরীভূত করে, আল্লাহর হকুম আহকামকে যথাযথ মন্যকরার অন্যতম মাধ্যম। সাথে সাথে অধিক হারে মানবতার সেবা করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। যার মাধ্যমে নিজেকে পারিবারিক ও সমাজিক ভাবে একটি মৌলিক ভুমিকা রাখতে সহায় করে। আজকে আমরা যার ইছালে ছাওয়াব করতে যাচ্ছি তিনি একজন প্রণীত আলেমে দ্বীন ছিলেন। ধর্মীয় ভাবে এলাকার উন্নয়নে ব্যপক ভুমিকা রেখেছিলেন।

    যিনি মূলত তিনটি আউলাদে সোয়ালেহা (নেক্ষার আউলাদ) রেখে গেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতার্দশের উপর সুদৃঢ ভাবে প্রতিষ্ঠিত বলে সংস্হার সভাপতি মাওলানা আবুল কাশেম ও সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুল হক তাদের বক্তব্যে কথা গুলো বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দীন আকাশ। সংস্হার  সাংগঠনিক সম্পাদক এম আব্দুল খালেকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সংস্হার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক, মিজানুর রহমান, মোঃ ছাদেক, মোঃ মাসুদুর রহমান, মোঃ তৈয়ব, মোঃ শাহাদাত প্রমুখ। মোঃ লোকমানের কোরআন মাজীদ তেলাওয়া ও আব্দুল খালেকের নাতে রাসুল (দরুদ) পরিবেশনের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।

    এইবাংলা /তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর