25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    নালাপাড়ায় নালায় পড়ে শিশুর মৃত্যু

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    অসর্তকতায় নালায় পড়ে চট্টগ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে চট্টগ্রামের নালাপাড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম মো: ওজাইফা (৩)। সে সবজি বিক্রেতা মো: সায়মনের বড় ছেলে।

    এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সদরঘাট নালাপাড়া এলিমেন্টারী স্কুলের পাশে নিজ বাসার সামনে শিশুটি খেলছিল। এসময় কোন এক অসর্তকতায় শিশুটি নালায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজি শুরু হলে নালায় ভেসে থাকা শিশুর মৃতদেহ দেখতে পায় পরিবার।

    যে স্থানে শিশুর মৃতদেহটি পাওয়া গিয়েছে সে স্থানে নালার সীমানা প্রাচীর নেই। ফলে পা হটকে অথবা অসতর্কতায় শিশুটি নালায় পড়ে যায়।

    বিষয়টি স্বীকার করে সদরঘাট থানার এএসআই রাজীব রুদ্র জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পরিদর্শন করে সদরঘাট থানার টিম।

    তিনি বলেন, যেটুকু এলাকাবাসী থেকে শুনেছি, অসতর্কতায় নালায় পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। উন্মুক্ত নালার সেই স্থানটিও পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে পরিবার থেকে থানায় কোন অভিযোগ জানানো হয়নি।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর