::: গাজীপুর প্রতিনিধি :::
সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে আব্দুর রশিদ (৬৫) নামের নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দুপুরে (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বেকাসাহরা- শ্রীপুর সড়কে দুর্ঘটনাট ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আব্দুর রশিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্ৰামের ইউনূস আলী দফাদারের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নে গ্রাম পুলিশে চাকরি করতেন।
ওসি নাসিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। মারা যাওয়া ব্যক্তি গ্রাম পুলিশ সদস্য ছিলেন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত আব্দুর রশিদের ছোট ভাই লোকমান হোসেন বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে মাওনা যাচ্ছিলেন রশিদ। তারা বেকাসাহারা গ্রামের ওয়াইদদার দিঘি এলাকায় পৌঁছলে রাস্তায় থাকা গর্তের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে আব্দুর রশিদের স্ত্রী অক্ষত আছেন।