20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    চন্দনাইশে সাংবাদিক নির্যাতনের মুল দুই আসামি র‌্যাবের জালে

    আরও পড়ুন

    ::: নাদিরা শিমু :::

    চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নির্যাতনের শিকার হওয়া  সাংবাদিক আইয়ুব মিয়াজি’কে পিটিয়ে দোতলা হতে ফেলে দেয়ার সাথে জড়িত প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে  র‌্যাব-৭ । সোমবার সকালে (১০ এপ্রিল)  রাজধানী ঢাকার কমলাপুরের সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর ঘর থেকে প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুককে গ্রেপ্তার করা হয়।

    আইনশৃংখলার বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকা মহানগরীর কমলাপুরে আত্নগোপন করে।  গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

    গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশ উপজেলার দোহাজারী উপজেলা আব্দুল মোনাফের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) এবং একই এলাকার আব্দুছ ছবুরের ছেলে মো. ফারুক (২৬)।

    র‍্যাব জানায়, গত ৪ এপ্রিল চন্দনাইশের স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজির ওপর দেশীয় অস্ত্র হাতে হামলা করে দুষ্কৃতকারীরা। এদিন ভুক্তভোগী সাংবাদিককে মারধর করে দোতলা থেকে ফেলে দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ রয়েছে, অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সাংবাদিকের ওপর হামলা করা হয়।

    এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব মিয়াজির বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এতে দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

    চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ভুক্তভোগী সাংবাদিকের ওপর হামলার পর থেকে প্রধান দুই আসামি পলাতক ছিল। তারা রাজধানীর কমলাপুর এলাকায় একটি মেসে আশ্রয় নেয়। গোপনে সংবাদ পেয়ে সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হচ্ছে।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর