::: নাদিরা শিমু :::
তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জাপানের যুদ্ধজাহাজ উগারা ও আওয়াজি। রবিবার জাপানের এই দুটি যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরের এসে ভীড়ে।জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধ জাহাজ তিন চট্টগ্রামে থাকবে৷
রোববার (৯ এপ্রিল) দুপুরে ‘উরাগা ও আওয়াজি’ নামে যুদ্ধ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল জাহাজ দুটিকে স্বাগত জানায়। নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজ দুটির কমান্ডারকে স্বাগত জানায়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ দূতাবাসের প্রতিনিধি, নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ দুটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকগণ চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স এবং নৌবাহিনী মেরিটাইম মিউজিয়ামসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।
এইবাংলা/তুহিন