28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

    আরও পড়ুন

    :::নিজস্ব প্রতিবেদক :::

    জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, মহিলা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি।

    এর আগে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়েছে।

    রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোববার (৯ এপ্রিল) সন্মেলনে চূড়ান্ত এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

    নারী পুরুষের পাশাপাশি দেশে হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন (সরাসরি যাদের সাক্ষাৎ নেওয়া হয় না) ৮৫ হাজার ৯৫৭ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।

    এর আগে, প্রকাশিত জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের প্রাথমিক হিসেবে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এরপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) শুমারি পরবর্তী গণনায় পাওয়া গেছে মোট ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১২ জন।

    জনসংখ্যা বিষয়ক চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনাপ্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিয়ার রহমান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

    সবচেয়ে জনসংখ্যা বেশি ঢাকা বিভাগে ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। চট্টগ্রাম বিভাগে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫৮১ জন। রাজশাহী বিভাগে ২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ২৩ জন। রংপুর বিভাগে ১ কোটি ৮০ রাখ ২০ হাজার ৭৩ জন। খুলনা বিভাগে ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন। ময়মনসিংহ বিভাগে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৫২৪ জন। সিলেট বিভাগে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ২১ জন। বরিশাল বিভাগে ৯৩ লাখ ২৫ হাজার ৮১৮ জন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর