::: নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির অপরাধে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে বহদ্দারহাটের কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, বহদ্দারহাটে অভিযান চালিয়ে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আব্দুর রহমানকে আটক করা হয়েছে। এসময় ৪শ’ বোতল নকল হারপিক ও ২শ’ বোতল নকল ভিম লিকুইড এবং কেমিক্যাল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান জানান, গত ৬ মাস ধরে এসব নকল জিনিস তৈরি করছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত আব্দুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।