:::জোবাইর চৌধুরী , বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের মৃত জহিরুল হকের পুত্র মো. ইউনুছ ও বাঁশখালীর বাহারছড়া ইউপির আইয়ুব আলীর পুত্র ইমরানুল হক সায়েম। তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।