18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    পাহাড় ধসের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে একজনের মৃত্যু ও ৩ জন আহতের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একইসাথে নিহতের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

    শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

    তিনি বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মৃতের দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। আহতদের চিকিৎসা সহায়তা দেয়া হবে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

    কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে দুর্ঘটনার কারণ জানিয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

    কমিটির অন্য সদস্যরা হলেন—কাট্টলী সার্কেলের সহকারী কমিশিনার (ভূমি), সিডিএর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফায়ার সেফটি ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি।

    এর আগে, শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে বেলতলী ঘোনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. খোকা নামে এক ব্যক্তি মারা যান।  আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এইবাংলা/তুহিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর