::: প্রেস বিজ্ঞপ্তি :::
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক রাশেদ হায়দার সোহেলে’র ব্যবস্থাপনায় শুক্রবার (৭ ই এপ্রিল) হালিশহরের বি-ব্লক শহীদ মিনার চত্বরে দুস্থ অসহায়দের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ঠিক যেভাবেই নির্দেশনা দিয়েছেন আজকের ইফতার সামগ্রী ঠিক সেভাবেই বিতরন করা হচ্ছে। কেননা স্বেচ্ছাসেবক লীগ সব সময় দুস্থ সাধারণ জনগণের পাশে থাকতে চাই।
এছাড়া ইফতার বিতরণ কালে রাশেদ হায়দার সোহেল বলেন, আজকের এই ইফতার আমাদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধনে দৃঢ় করবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র লিগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রনি মির্জা স্বেচ্ছাসেবক লীগ নেতা, গোলাম রাব্বানী, মোহাম্মদ সাবু,সন্দ্বীপন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তাজুল ইসলাম কামরুল,উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিহার উদদীন নয়ন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান উদদীন নাজমুল, শাহেদুল ইসলাম, মোঃ শাহিন আলম,ইমন,সুমন প্রমুখ।
এইবাংলা/তুহিন