::: অপু ইব্রাহিম :::
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছে। শুক্রবার ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে আকবর শাহ এলাকার বেলতলি ঘোনা নামক স্থানে পাহাড় কাটার সময় এই ঘটনায় এক জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে চাপা পড়ে আছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয়রা জানান, অন্ধকারে ৫/৬ জন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। পাহাড় ধসের ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃত্যুর কথা জানালেও পুলিশের তরফ থেকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক। তিনি বলেন, ‘আমাদের টিম তিনজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফখরুজ্জামান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২০০৭ সালের ১১ ই জুন চট্টগ্রামের সাতটি এলাকায় পাহাড় ধসে মারা যান ১২৭ জন। এরপর দীর্ঘ ১৫ বছর পার হয়েছে, তবে থামেনি পাহাড় ধসে মৃত্যুর মিছিল। বিচ্ছিন্ন দুই-এক বছর বাদ দিয়ে প্রতিবছরই কোনও না কোনোভাবে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে।
এইবাংলা/হিমেল